বিশ্ববিখ্যাত অভিনেত্রী ও মানবাধিকারকর্মী অ্যাঞ্জেলিনা জোলি আবারও গাজার নিপীড়িত মানুষের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেছেন।
স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি প্রতিবেদন শেয়ার করেন এই হলিউড তারকা। মানবিক সহায়তাকারী সংগঠন ডক্টরস উইদাউট বর্ডারসের (ডব্লিউএফএস) প্রতিবেদনটি তুলে ধরে জোলি ফিলিস্তিনিদের বর্তমান অবস্থাকে ‘গণকবর’ হিসেবে আখ্যায়িত করেন।
দীর্ঘ দুই দশক ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও বিশেষ দূতের দায়িত্ব পালন করা অ্যাঞ্জেলিনা জোলির পোস্টে লেখা হয়, ‘‘ইসরায়েলি বাহিনী যখন আকাশপথ, স্থলপথ ও সমুদ্রপথে গাজায় তাদের সামরিক অভিযান আবারো শুরু ও সম্প্রসারিত করছে, তখন জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করার মাধ্যমে ফিলিস্তিনিদের জীবনব্যবস্থা আবারো পদ্ধতিগতভাবে ধ্বংস করা হচ্ছে।’’
তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে গাজা যেন ফিলিস্তিনিদের ও তাদের সাহায্যকারীদের জন্য এক গণকবরে পরিণত হয়েছে। পোস্টটিতে স্পষ্টভাবে উঠে আসে যে, ইসরায়েলের প্রাণঘাতী হামলা শুধুমাত্র নিরীহ মানুষের জীবনকেই ঝুঁকিতে ফেলছে না, বরং মানবিক সহায়তা ও স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীদের নিরাপত্তাও হুমকির মুখে ফেলেছে।
ডক্টরস উইদাউট বর্ডারস ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি গাজায় চলমান ‘অমানবিক ও প্রাণঘাতী অবরোধ’ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। পাশাপাশি, তারা ফিলিস্তিনিদের জীবন এবং মানবিক ও চিকিৎসা সহায়তাকারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানায়।
পোস্টে একটি টেকসই যুদ্ধবিরতির আহ্বানও জানানো হয়, যা এই মানবিক সংকট থেকে ফিলিস্তিনিদের রক্ষা করতে পারে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের লাগাতার ও বর্বর হামলায় এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
অন্যদিকে, গাজায় পরিচালিত যুদ্ধ অভিযানের জন্য ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)।
বিশ্বজুড়ে চলমান এই মানবিক সংকটে অ্যাঞ্জেলিনা জোলির মতো ব্যক্তিত্বদের অবস্থান ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি এবং মানবিক দায়িত্ব পালনের একটি উদাহরণ হয়ে উঠছে।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ
 
পিডিএফ নিউজ ২৪ ঘণ্টা বাংলার খবর