বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চিকিৎসা শেষে লন্ডন থেকে শিগগিরই দেশে ফিরতে পারেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা গেলে তিনি আগামী রোববার (৪ মে) দেশে ফিরবেন। তবে এয়ার অ্যাম্বুলেন্স এখনো নিশ্চিত নয়। ফলে বিকল্প হিসেবে সোমবার (৫ মে) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ফিরতে পারেন।
এই তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে তিনি বলেন, “এয়ার অ্যাম্বুলেন্স পেলে ম্যাডাম ৪ মে দেশে ফিরতে পারেন। তবে এখনো তা নিশ্চিত হয়নি। আমরা চেষ্টা করে যাচ্ছি। শেষ পর্যন্ত না পেলে তিনি বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে ফিরবেন।”
তিনি আরও জানান, যদি এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না যায়, তবে বাংলাদেশ সময় ৫ মে বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি নির্ধারিত ফ্লাইটে বিএনপির চেয়ারপারসন দেশে ফিরবেন। তার সঙ্গে দুই পুত্রবধূও দেশে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম খালেদা জিয়া। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার অসুস্থতার খবর পেয়ে রাজকীয় বহরের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। ওই বিশেষ বিমানে করেই তিনি লন্ডন যান।
লন্ডনে পৌঁছে খালেদা জিয়া দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে ভর্তি হন এবং সেখানে ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন। পরে ২৫ জানুয়ারি তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ছেলেকে—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় যান এবং সেখানেই তার চিকিৎসা চলতে থাকে।
দীর্ঘদিন ধরেই খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থরাইটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। এসব কারণে তাকে নিয়মিত চিকিৎসার মধ্যে থাকতে হচ্ছে।
তার দেশে ফেরা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্সের প্রাপ্যতার ওপর।
তথ্যসূত্র: দৈনিক সমকাল
 
পিডিএফ নিউজ ২৪ ঘণ্টা বাংলার খবর