সাফল্যের মানদণ্ড হচ্ছে কাজ,সোশ্যাল মিডিয়া নয়

সোশ্যাল মিডিয়ায় প্রায় ২৬-২৭ মিলিয়ন ফলোয়ার থাকা সত্ত্বেও পূজা হেগড়ে মনে করেন, এটি কোনোভাবেই একজনের প্রকৃত সাফল্য বা প্রতিভার মাপকাঠি হতে পারে না। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার ইনস্টাগ্রামে ২৬-২৭ মিলিয়ন ফলোয়ার রয়েছে। কিন্তু এসব সংখ্যার কোনো আর্থিক মূল্য নেই। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়।”

তার এই মন্তব্য বর্তমান সময়ের সেই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছে, যেখানে মনে করা হয় যে সোশ্যাল মিডিয়ায় অধিক ফলোয়ার মানেই বেশি জনপ্রিয়তা বা প্রভাব। তবে পূজা হেগড়ের অভিমত ভিন্ন। তিনি বলেন, “অনেক অভিনেতার ফলোয়ার সংখ্যা হয়তো ৫ মিলিয়নেরও কম, তবুও তারা সুপারস্টার। কারণ দিনশেষে কাজটাই আসল পরিচয়।”

পূজা হেগড়ে স্পষ্ট ভাষায় জানান, খ্যাতির কোনও নির্দিষ্ট মাপকাঠি নেই। তিনি বিশ্বাস করেন, একজন মানুষের কাজই তার আসল পরিচয় তৈরি করে। তার ভাষ্য, “আপনার কাজটাই আপনাকে সংজ্ঞায়িত করে। সোশ্যাল মিডিয়ার সংখ্যা দিয়ে সেই সাফল্য মাপা যায় না।”

তার এই অবস্থান তরুণ সমাজের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। আজকের ডিজিটাল যুগে যেখানে ফলোয়ার সংখ্যা, লাইক এবং শেয়ারের ওপর নির্ভর করেই মূল্যায়ন করা হয় কারো জনপ্রিয়তা, সেখানে পূজা হেগড়ের মন্তব্য বাস্তব ও ভার্চুয়াল খ্যাতি নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply