পুলিশের থাকা খাওয়ার মানোন্নয়নে পদক্ষেপ নেয়া হচ্ছে

পুলিশের অধস্তন ফোর্সের থাকা-খাওয়ার মানোন্নয়নে কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ দুপুরে রাজধানীর বিমানবন্দর, উত্তরা পশ্চিম ও তুরাগ থানার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, “আজকের এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিলো পুলিশের অধস্তন সদস্যদের থাকা ও খাওয়ার অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করা। আমি দেখতে পেয়েছি, তাদের থাকার অবস্থা অত্যন্ত খারাপ। কিভাবে এটি উন্নত করা যায় সে বিষয়ে প্রধান উপদেষ্টা আমাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।”

তিনি জানান, বর্তমান সরকার এই সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখছে এবং যথাযথ সমাধানের জন্য মাঠপর্যায়ে সরেজমিনে যাচাই-বাছাই চালানো হচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, “জনদুর্ভোগ কমানো এবং থানার সার্বিক সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে রাজধানীর প্রতিটি থানা নিজস্ব জায়গা ও ভবনে স্থানান্তর করার পরিকল্পনা নেয়া হয়েছে। এ লক্ষ্যে অর্থ সংস্থানের কাজও চলছে।” তিনি জানান, আগামী ০১ সেপ্টেম্বর থেকে নয়টি থানা নতুন ও নিজস্ব জায়গায় স্থানান্তর করা হবে এবং ধাপে ধাপে অন্যান্য থানাও একইভাবে স্থানান্তরিত হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলার কারণে যাতে কেউ হয়রানির শিকার না হয়, সেজন্য পুলিশকে অনেক আগেই নির্দেশনা দেওয়া হয়েছে।” তিনি সংশ্লিষ্ট ওসিদের গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা ও সঠিক তথ্য প্রদানের নির্দেশ দেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি ঘটছে। আমাদের ১৮ কোটি মানুষের দেশে এটি নিয়ন্ত্রণে রাখা সহজ নয়। সাংবাদিকরা যেমন প্রেস ব্রিফিংয়ের জন্য সুশৃঙ্খলভাবে সংগঠিত হতে শিখেছে, তেমনি আমাদেরও কিছুটা সময় দিন—আমরাও আইনশৃঙ্খলার উন্নয়ন নিশ্চিত করব।”

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম কিংবা ঝটিকা মিছিলে পুলিশের যদি কোন প্রকার নিষ্ক্রিয়তা লক্ষ্য করা হয়, তবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

পরিদর্শন শেষে উপদেষ্টা আকস্মিকভাবে পল্লবী থানাও পরিদর্শন করেন।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply