১৫ বছর পর গান শোনাতে নিজ গ্রামে যাচ্ছে হাবিব

নন্দিত কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের জন্ম ঢাকায় হলেও তাঁর পৈতৃক ভিটা মুন্সীগঞ্জে। দীর্ঘ ১৫ বছর পর এবার সেই মুন্সীগঞ্জে গাইতে যাচ্ছেন তিনি। এ আয়োজনটি হবে একটি ওপেন এয়ার কনসার্টে, যেখানে হাবিব ওয়াহিদের সঙ্গে থাকবেন তাঁর বাবা ফেরদৌস ওয়াহিদ।

শুক্রবার, মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকার বটতলা মাঠে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এক ঝাঁক শিল্পী অংশ নেবেন এই কনসার্টে, যার মধ্যে অন্যতম হাবিব ওয়াহিদ ও খুরশীদ আলম। আর বিশেষ অতিথি হিসেবে থাকবেন অভিনেতা ওমর সানী।

হাবিব ওয়াহিদ এই প্রসঙ্গে বলেন, “গান রেকর্ডিং ও স্টেজ শো নিয়ে বছরজুড়ে ব্যস্ত থাকতে হয়। এ কারণে গ্রামে যাওয়ার সময় খুব কম মেলে। দীর্ঘ ১৫ বছর পর গান শোনাতে নিজ গ্রাম মুন্সীগঞ্জে যাচ্ছি। যুব সমাজের উদ্যোগে এ আয়োজন হবে। প্রিয় মানুষদের গান শোনাব, এটা ভাবতেই ভালো লাগছে।”

হাবিব ওয়াহিদ আরও বলেন, “এবার আমার বাবাও থাকবেন। বাবার সঙ্গে গান গাওয়ার আনন্দই আলাদা। সেটা খুব উপভোগ করি। আমার শ্রোতাপ্রিয় গানগুলো গাওয়ার চেষ্টা করব। আশা করছি, জমজমাট একটি গানের আসর উপহার পাবেন দর্শকরা।”

সম্প্রতি হাবিব ওয়াহিদ বেশ কিছু মৌলিক গান করেছেন, এবং সেগুলো ধীরে ধীরে প্রকাশ হবে। তিনি আরও জানান, “ফেরদৌস ওয়াহিদের উপস্থাপনায় একটি টিভি আয়োজনে অংশ নেব। শিগগিরই এটির প্রচার শুরু হবে চ্যানেল আইয়ে।”

তথ্য সূত্র: দৈনিক সমকাল

Leave a Reply