রাজনৈতিক দল নিষিদ্ধ করলেই রাজনৈতিক সমস্যার সমাধান হয় না

রাজনৈতিক দল নিষিদ্ধ করলেই রাজনৈতিক সমস্যার সমাধান হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (১০ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ১২ দলীয় জোট আয়োজিত এ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণ এবং তাঁর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ আয়োজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “জনগণের আকাঙ্ক্ষা বিরোধী রাজনৈতিক দল সময়ের পরিক্রমায় এমনিতেই বিলুপ্ত হয়ে যায়। কাজেই নিষিদ্ধ করে কোনও রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব নয়।”

এ সময় তিনি আরও অভিযোগ করেন যে, দেশে আবারও ১/১১ এর মত রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। তাঁর মতে, বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে পরবর্তীতে বিএনপিকেও নিষিদ্ধ করা হতে পারে কিনা— সেই প্রশ্ন এখন থেকেই সামনে চলে এসেছে।

তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply