সমাবেশ সফল করতে ফেনীতে বিএনপির যৌথসভা অনুষ্ঠিত

ফেনীতে আগামী ১০ মে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে) সকালে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এই যৌথসভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “যেকোনো মূল্যে সর্বোচ্চ সংখ্যায় তরুণদের উপস্থিতি নিশ্চিত করে এই সমাবেশ সফল করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার সহসাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ হারুন (ভিপি হারুন), কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার ও মশিউর রহমান বিপ্লব।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, ইয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল।

উপজেলা পর্যায়ে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহমেদ মজুমদার, সোনাগাজী উপজেলার আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, ফুলগাজী উপজেলার ভিপি স্বপন, পরশুরামের আবদুল হালিম মানিক এবং দাগনভূঁইয়ার সদস্য সচিব কামরুল উদ্দিন।

অঙ্গসংগঠনগুলোর মধ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতী দল, মহিলা দল, মৎসজীবী দল ও ওলামা দলের নেতৃবৃন্দ সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

যুবদলের পক্ষে বক্তব্য দেন জেলা আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত। স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন সভায় অংশ নেন।

এছাড়াও শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন চৌধুরী, কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন চেয়ারম্যান, তাঁতী দলের আহ্বায়ক সরওয়ার জাহান শ্রাবণ, মহিলা দলের সিনিয়র সহসভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, মৎসজীবী দলের সদস্যসচিব মিজানুর রহমান এবং ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান বক্তব্য রাখেন।

সভায় বক্তারা ফেনী থেকে বড়সংখ্যক অংশগ্রহণ নিশ্চিত করে চট্টগ্রামের পলোগ্রাউন্ডের সমাবেশকে ঐতিহাসিক রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ

Leave a Reply