রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ বর্তমানে অনিশ্চিত। তবে তার ভাগ্য এক প্রকার নির্ধারণ হয়ে গেছে, বিশেষ করে যদি তিনি কোপা দেল রে জয় করেন অথবা লা লিগার ‘অলৌকিক’ কিছু ঘটলে। এই দুইটি শিরোপা জয় করলেও তার ভবিষ্যৎ প্রায় নিশ্চিত হবে না, এবং ফ্লোরেন্তিনো পেরেজ তাকে আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে রাখবেন না।
তবে, আনচেলত্তির জন্য চাকরি খুঁজে পাওয়ার সমস্যা হয়নি। রিয়াল মাদ্রিদ থেকে চাকরি হারানোর আগেই তার সামনে বেশ কিছু আকর্ষণীয় প্রস্তাব এসেছে। এসি মিলান তাকে তাদের পুরনো গৌরব ফিরিয়ে আনার জন্য নতুন করে দায়িত্ব দিতে চাইছে। এছাড়া, ইতালির রোমা ক্লাবও তাকে ডাগ আউটে আনতে চাইছে।
তবে, আনচেলত্তির সবচেয়ে বেশি আগ্রহ পাওয়া জায়গা হচ্ছে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সিবিএফ তার কোচ হিসেবে তাকে নিয়োগ দেওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানিয়েছেন, “ফুটবলে সবকিছুই সম্ভব এবং অনেক কিছুই ঘটতে পারে।” তিনি রিয়ালে তার সময় কাটাতে চাচ্ছেন এবং তিনি আরও জানিয়েছেন, “রিয়ালে আমার হানিমুন পিরিয়ড এখনো শেষ হয়নি, আমি আরও লম্বা সময় থাকতে চাই।”
বর্তমানে, কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদে কাজ করার চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত স্থায়ী। তবে, মে মাসের শেষে লা লিগার শেষ হওয়ার সাথে সাথেই তাকে চাকরি থেকে সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। জুনের ক্লাব বিশ্বকাপের আগে রিয়াল মাদ্রিদে নতুন কোচ আসতে পারেন, এবং যদি তাই হয়, তাহলে আনচেলত্তি ব্রাজিলের ডাগ আউটে দাঁড়ানোর একটি সম্ভাবনা তৈরি হতে পারে। সিবিএফ মে মাসের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করতে চাইছে, এবং এর মধ্যে আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার সুযোগ তৈরি হতে পারে।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ
 
পিডিএফ নিউজ ২৪ ঘণ্টা বাংলার খবর