বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান ও খুলনার কৃতী সন্তান কাজী নুরুল হাসান সোহান সম্প্রতি খুলনার ক্রিকেটের করুণ অবস্থার চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুকে দেওয়া এই স্ট্যাটাসে তিনি খুলনার স্থানীয় ক্রিকেটের দৈন্যদশা ও সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের অবহেলার বিষয়ে কঠোর সমালোচনা করেন।
সোহান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, “কিছু সুবিধাভোগী ও স্বার্থান্বেষী ক্রিকেট সংগঠকের ব্যবসায়িক স্বার্থের কারণে খুলনার স্থানীয় ক্রিকেট বছরের পর বছর ধরে ধ্বংসের পথে।” তিনি আরও উল্লেখ করেন, “প্রায় ৮-১০ বছর ধরে খুলনায় কোনো লিগ আয়োজন না হওয়ায় সম্ভাবনাময় শত শত তরুণ ক্রিকেটার ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।”
এই অভিযোগের মাধ্যমে সোহান ইঙ্গিত দিয়েছেন যে, খুলনার ক্রিকেট সংগঠকদের একাংশ দীর্ঘদিন ধরে নিজেরা লাভবান হওয়ার উদ্দেশ্যে স্থানীয় ক্রিকেট কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি করছেন। ফলে উদীয়মান প্রতিভাবান তরুণরা ন্যায্য সুযোগ পাচ্ছেন না, তাদের ক্রিকেট ক্যারিয়ার গড়ার আগেই থেমে যাচ্ছে।
সোহান বলেন, “একসময় খুলনা থেকেই জাতীয় দলে উঠে আসতেন অনেক বড় তারকা। কিন্তু এখন খুলনার প্রতিভাবান তরুণদের ক্যারিয়ার গড়ার আগেই থেমে যাচ্ছে।” তিনি দুঃখ প্রকাশ করে জানান, স্থানীয় টুর্নামেন্ট ও ঘরোয়া ক্রিকেট কার্যক্রমও এখন মুখ থুবড়ে পড়েছে কিছু সংগঠকের স্বার্থান্বেষী ভূমিকার কারণে।
সোহানের এই বক্তব্য খুলনার ক্রিকেটপ্রীত মানুষদের মাঝে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। জাতীয় দলের একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে তার এই সরব প্রতিবাদ হয়তো ক্রিকেট প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে খুলনার ক্রিকেট ব্যবস্থার দুর্বল দিকগুলো।
স্থানীয় ক্রিকেটে দীর্ঘদিন ধরে অচলাবস্থার কারণে খুলনার মতো সম্ভাবনাময় অঞ্চলে প্রতিভা হারিয়ে যাচ্ছে। সোহানের মতো জাতীয় দলের তারকারা যখন সরাসরি কথা বলেন, তখন তা সংশ্লিষ্ট মহলের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবেই দেখা হয়।
জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার কাজী নুরুল হাসান সোহান যে বিষয়টি তুলে ধরেছেন, তা নিঃসন্দেহে খুলনার ক্রিকেটের বাস্তব চিত্র। তরুণদের জন্য সুযোগ তৈরিতে যারা বাধা সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণই হতে পারে ভবিষ্যতের পথ উন্মোচনের প্রথম ধাপ। খুলনার ক্রিকেটকে বাঁচাতে হলে এখনই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ
 
পিডিএফ নিউজ ২৪ ঘণ্টা বাংলার খবর