বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে—এ সংক্রান্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর অফিস আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বুধবার (২৩ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এছাড়াও, আদালত জানতে চেয়েছেন, আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়ার যে অফিস আদেশ ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত হয়েছে, তা কেন বেআইনি ঘোষণা করা হবে না। এই মর্মে রুল জারি করেছেন আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, “দেশ ও জাতির স্বার্থে এই মামলায় বিনা পয়সায় লড়েছি।”
এর আগে ১০ এপ্রিল, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় আসামি গ্রেপ্তারের আগে ডিএমপি এক অফিস আদেশে জানায়, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করতে হবে।
এই আদেশে আপাতত গ্রেপ্তারে ডিএমপি’র পূর্বানুমতির প্রক্রিয়া বন্ধ থাকছে। বিষয়টি এখন বিচারাধীন এবং আদালতের রুলের আলোকে পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ
 
পিডিএফ নিউজ ২৪ ঘণ্টা বাংলার খবর