গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল কবির রফিককে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বাগদা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রেজাউল কবির রফিক কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি উপজেলার বোগদহ কলোনীর বাসিন্দা গোলাম হায়দারের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেজাউল কবির রফিক ২০২২ সালে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে বাগদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর শনিবার (১৯ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, ২০২২ সালে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গত বছরের ৭ নভেম্বর উপজেলা শ্রমিকদল নেতা ফরিদ হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ৮৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ
 
পিডিএফ নিউজ ২৪ ঘণ্টা বাংলার খবর